দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটেছে গাজায়— এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১২ অক্টোবর) ইসরায়েল সফরের আগে সাংবাদিকদের তিনি বলেন, “যুদ্ধ শেষ হয়েছে, এবং মধ্যপ্রাচ্য এখন স্বাভাবিক হতে চলেছে।” ট্রাম্পের এই ঘোষণার পর শান্তি ও পুনর্গঠনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে অঞ্চলটি। আজ সোমবার (১৩ অক্টোবর) তিনি ইসরায়েল পৌঁছে পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন এবং পরদিন মিশরের শারম আল শেখে অনুষ্ঠিতব্য বিশ্বনেতাদের শান্তি সম্মেলনে যোগ দেবেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক টেলিভিশন বিবৃতিতে ট্রাম্পের আগমনকে “নতুন পথের সূচনা” হিসেবে বর্ণনা করে বলেন, “এটি হবে নির্মাণ, নিরাময় ও ঐক্যের পথ।” ইতোমধ্যে গাজায় টানা তৃতীয় দিনের মতো যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সোমবার দুপুরের মধ্যে হামাস অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলের সরকারি মুখপাত্র শোশ...