ট্রাকচালক আবুল হাশেম বলেন, সপ্তাহে অন্তত একদিন সিলেট থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে এ পথে যাই। এখানে আসলেই ভয় লাগে যেন যেকোনো সময় গাড়ি উল্টে যেতে পারে। বাসচালক মোহাম্মদ জাকির বলেন, আগে মুরাদনগর কোম্পানীগঞ্জ থেকে কুমিল্লা যেতে এক ঘণ্টা লাগত, এখন লাগে আড়াই থেকে তিন ঘণ্টা। রাস্তার অবস্থা এমন বেহাল, যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আকলিমা আক্তার নামে কুমিল্লা থেকে আসা এক যাত্রী জানান, সকালে বাচ্চাকে ডাক্তার দেখাতে কুমিল্লা যাচ্ছিলাম, কিন্তু যানজটে আটকে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারিনি। শেষ পর্যন্ত ডাক্তার না দেখিয়েই ফিরতে হয়েছে। যানজটে পড়ে এক কিলোমিটার হেঁটে মুরাদনগর কোম্পানীগঞ্জ আসতে হয়েছে। সড়ক ও জনপথের কুমিল্লা জেলা...