দেশের বাজারে সোনার দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। এবার ভরিতে প্রায় ৭ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। বুধবার (৮ অক্টোবর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। ফলে সোমবার (১৩ অক্টোবর) একই দামে সোনা বিক্রি হচ্ছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে। সোনার আজকের বাজারদর- বর্তমানে ২২ ক্যারেট: ভরিপ্রতি ২ লাখ ৯ হাজার ১০১ টাকা, ২১ ক্যারেট: ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার...