হোয়াইট হাউজের ফাঁস হওয়া কিছু নথির ওপর ভিত্তি করে একটি মার্কিন সংবাদমাধ্যম গত তিন বছরে সেন্টকমের সহযোগিতায় ইহুদিবাদী ইসরাইল ও এ অঞ্চলের আরব দেশগুলোর মধ্যে একটি নিরাপত্তা-সামরিক কাঠামো গঠন এবং সম্প্রসারণের বিস্তারিত তথ্য দিয়েছে। আমেরিকান নথিপত্র থেকে জানা গেছে, গাজা যুদ্ধসহ পশ্চিম এশিয়ার নানা সংঘাতের সময় ইসরাইল এবং এই অঞ্চলের ৬টি আরব দেশের কর্মকর্তারা মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সহায়তায় আঞ্চলিক হুমকি, ইরান এবং গাজায় ভূগর্ভস্থ টানেল বা সুড়ঙ্গ মোকাবিলার উপায় নিয়ে বিভিন্ন সভা ও প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। শনিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট লিখেছে, মার্কিন সরকারের প্রকাশিত নানা নথি ও তথ্য-প্রমাণ থেকে দেখা গেছে, ওই আরব সরকারগুলো গাজা যুদ্ধের নিন্দা করা সত্ত্বেও নীরবে ইসরাইলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। সেপ্টেম্বরে কাতারে ইসরাইলি হামলার পর এই সামরিক সম্পর্ক সংকটের সম্মুখীন...