সাফল্যের জয়গান তো সবাই গায়, কিন্তু ব্যর্থতার গল্পগুলো প্রায়শই আড়ালে থেকে যায়। অথচ প্রতিটি সফল মানুষের পথচলার পেছনে থাকে অসংখ্য ব্যর্থতার কাহিনী। সেই ব্যর্থতার্থ তাকে ভয় না পেয়ে, তা থেকে শিক্ষা নেওয়ার বার্তাকেই উদযাপন করতে আজ, ১৩ই অক্টোবর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক ব্যর্থতা দিবস। দিনটি শুনলে অদ্ভুত মনে হলেও এর পেছনের দর্শন অত্যন্ত গভীর। জীবনের যেকোনো ক্ষেত্রে সেটা পড়াশোনা, ক্যারিয়ার, ব্যবসা বা ব্যক্তিগত সম্পর্কই হোক না কেন ব্যর্থতা একটি স্বাভাবিক এবং অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সমাজের চোখে ব্যর্থতাকে প্রায়শই লজ্জা বা অপমানের বিষয় হিসেবে দেখা হয়। এই মানসিকতা থেকে বেরিয়ে এসে ব্যর্থতাকে নতুন করে দেখার সুযোগ করে দেয় এই দিবস। কীভাবে শুরু হলো এই দিবস?ব্যর্থতা দিবসের প্রচলন শুরু হয় ২০১০ সালে, ফিনল্যান্ডের একদল শিক্ষার্থী র হাত ধরে। তাদের মূল উদ্দেশ্য ছিল,...