বগুড়ার শেরপুরে একটি বালিকা বিদ্যালয়ে ওয়াই-ফাই পাসওয়ার্ড নিয়ে বিবাদের জেরে দুজন শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটে শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে রবিবার (১২ই অক্টোবর) দুপুর একটার দিকে । পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত বিদ্যালয়ে পুলিশ ডাকতে হয়। এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সাহেব আলী এবং ট্রেড ইনস্ট্রাক্টর মাহমুদুল হাসানের মধ্যে। মাহমুদুল হাসানের অভিযোগ, ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ডনা জানানোয় সাহেব আলী প্রথমে তাকে মারধর করেন। এই ঘটনার পর মাহমুদুলের পক্ষ নিয়ে কয়েকজন বহিরাগত বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষক সাহেব আলীকে পাল্টা মারধর করে। আহত অবস্থায় সাহেব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরা হয়েছে। জানা গেছে, কিছুদিন আগে বিদ্যালয়টির ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ডপরিবর্তন করা হয়েছিল। আহত শিক্ষক সাহেব আলী প্রধান শিক্ষকের নির্দেশে...