১৩ অক্টোবর ২০২৫, ১০:৪৭ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১০:৪৮ এএম ঝিনাইদহ পৌর এলাকার গোপীনাথপুর গ্রাম থেকে তাসলিমা খাতুন (২৭) নামে এক গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে স্থানীয় একটি ফার্নিচারের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী কাঠমিস্ত্রি লাল মিয়া পলাতক রয়েছেন। এলাকাবাসীর বরাতে জানা যায়, রোববার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে নেশা করা নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে লাল মিয়া রাগ করে দোকানে চলে যান। পরে স্ত্রী তাসলিমা স্বামীর অভিমান ভাঙাতে দোকানে গেলে সেখানে আবারও কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে, ওই সময় লাল মিয়া স্ত্রীকে হত্যা করে দোকানের ভেতরে বস্তাবন্দি অবস্থায় লাশ ফেলে রেখে যান। তাদের কিশোর ছেলে রাজন বাড়িতে এসে মা-বাবাকে না পেয়ে দোকানে খোঁজ করতে গিয়ে...