হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বাওয়ানি চা বাগানে দুই বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হলো বাওয়ানি চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। রবিবার (১২ অক্টোবর) সকালেই বিদ্যালয়ের দরজা খুলতেই চা শ্রমিক পরিবারের শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। দীর্ঘ নীরবতার পর বিদ্যালয় প্রাঙ্গণ আবারও মুখরিত হয়ে ওঠে শিশুদের কোলাহলে। জানা গেছে, বাগানটির মালিকানা জটিলতার কারণে বিদ্যালয়টি বন্ধ ছিল। বেতন-ভাতা না পেয়ে শিক্ষকরা কাজ ছেড়ে দিলে শিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে। এতে শতাধিক শ্রমিক পরিবারের সন্তানরা শিক্ষা থেকে বঞ্চিত হয়ে পড়েছিল। সম্প্রতি হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান সরকারি তত্ত্বাবধানে বাওয়ানি চা বাগানটির মালিকানা গ্রহণের পর পরিদর্শন করেন। সেখানে গিয়ে তিনি বিদ্যালয়টি বন্ধ দেখতে পান। স্থানীয় চা শ্রমিকরা বিদ্যালয়টি চালু করার অনুরোধ করেন তাকে। চা শ্রমিকদের আকুতি শুনে জেলা...