ঢালিউড সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজকে নিয়ে হঠাৎই বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে। রবিবার (১২ অক্টোবর) রাতে ফেসবুকে অভিনেতার মন খারাপের একটি ছবি পোস্টের পর থেকে এমন রহস্যময় উদ্বেগের জন্ম দিয়েছে ভক্তদের মনে। ছবিতে অভিনেতার চোখে কালো চশমা। কপালে স্পষ্ট চিন্তার ভাজ ও নায়ক বিমর্ষ হয়ে দূরে কোথাও তাকিয়ে রয়েছেন। ছবির ক্যাপশনে বাপ্পারাজ লেখেন, ‘বিদায়’।এরপরই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা। উদ্বেগ প্রকাশ করে এক ভক্ত লেখেন, কী হয়েছে নায়ক?আরেক জন লেখেন, ভাইয়া আপনি আমাদের চলচ্চিত্রের ‘ট্রাজেডি কিং’ এবং নায়করাজের বড় ছেলে। সো ‘বিদায়’ ক্যাপশন লেখা যতোটা সহজ, তেমনি দর্শকদের কাছ থেকে আপনার বিদায় নেয়াটা ঠিক ততোটাই কঠিন।এক ভক্ত মন খারাপ করে অভিনেতাকে প্রশ্ন করে লেখেন, ভাই বিদায় নিয়ে কোথায় যাবেন আমাদের ছেড়ে? নেটিজেনদের এসব মন্তব্যের অবশ্য কোনো উত্তর...