১৩ অক্টোবর ২০২৫, ১০:২২ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১০:২২ এএম জয়পুরহাট-২ আসনে আমাকে ধানের শীষে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। রোববার (১৩ অক্টোবর) বিকেল ৫টায় জয়পুরহাট জেলার কালাই বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। পথসভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সদস্য ও কালাইয়ের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আনিছুর রহমান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উদয়পুর ইউনিয়ন বিএনপি নেতা মো. মামুনুর রশিদ সরকার, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল বাসেদ, কালাই থানা যুবদল নেতা এফতাদুল হকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, তারেক রহমান...