১৩ অক্টোবর ২০২৫, ১০:০৮ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১০:০৯ এএম ২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সকাল থেকে রাজধানীসহ দেশের অনেক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ক্লাস চলছে না বলে জানা গেছে। দাবির বিষয়ে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। সংশ্লিষ্টরা জানান, সকাল থেকেই ক্লাস নেননি অনেক শিক্ষক। তারা প্রতিষ্ঠানে হাজির হলেও ক্লাসসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত আছেন। আর শিক্ষক একটি অংশ ঢাকায় অবস্থান করছেন। তারা আজও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। হামলার বিচারসহ তিন দাবি মেনে প্রজ্ঞাপন হলে কর্মসূচি প্রত্যাহার করবেন বলে শিক্ষকরা জানিয়েছেন। রাজধানীর একটি কলেজের এমপিওভুক্ত এক শিক্ষক বলেন, ‘আমরা সকাল ৯টার...