ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া শোয়াইবুর রহমান নামে ৫৪ বছর বয়সী এক কয়েদি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। সোমবার (১৩ অক্টোবর) রাত সোয়া ২টার দিকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শোয়াইবুর রহমানের কয়েদি নম্বর ৭০১৭/এ। তিনি নবাবগঞ্জ উপজেলার শিবগঞ্জ থানার কানসাট মিলিক গ্রামের শমসের আলীর ছেলে। শোয়াইবুর রহমানকে নিয়ে আসা কারারক্ষী মারুফ হাসান জানান, রাতের বেলায় তিনি কারাগারে অসুস্থ...