মেক্সিকোর মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধস অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে এসব ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৪৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। রোববার (১২ অক্টোবর) সরকারি এক বিবৃতিতে জানানো হয়, টানা প্রবল বর্ষণ এবং দুটি ট্রপিক্যাল ঝড়ের কারণে ভেরাক্রুজ, পুয়েবলা, হিদালগো, কুয়েরেতারো ও সান লুইস পোতোসি—এই পাঁচটি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর আল জাজিরার। সরকারি হিসাব অনুযায়ী, ভেরাক্রুজে ১৮ জন, হিদালগোতে ১৬ জন, পুয়েবলাতে ৯ জন এবং কুয়েরেতারো প্রদেশে ১ জনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যম এল ইউনিভার্সাল জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বেশি—৪৮ জন পর্যন্ত হতে পারে, এবং বহু মানুষ এখনও নিখোঁজ। প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন এবং অন্তত ১৬ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নদীর পানি উপচে পড়া ও...