ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক নারীকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় এ সংঘর্ষে অন্তত ৭ জন আহত হন। এ সময় সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছনার শিকার হন স্থানীয় এক সাংবাদিক। পীরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এক কলেজছাত্রীকে ঘিরে দুই যুবকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় তা সংঘর্ষে রূপ নেয়। এতে ৫-৬ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” স্থানীয় সূত্রে জানা যায়, কলেজছাত্রীকে কেন্দ্র করে পৌর ছাত্রদলের সদস্য সচিব জীবন হামিদ এবং দলের কর্মী শ্রাবণ-শুভ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। ওই বিরোধ থেকেই রোববার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও...