ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এক সাংবাদিক এবং কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে শুরু হওয়া এ পাল্টাপাল্টি ধাওয়া চলে রাত প্রায় ৩টা পর্যন্ত। পরে পুলিশ এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রোববার দিবাগত রাত দেড়টার কাছাকাছি সময়ে মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ইট পাটকেল ছুড়ছে একটি পক্ষ। এ সময় কয়েকটি ভ্রাম্যমাণ দোকানও ভাঙচুর করে তারা। সংবাদ সংগ্রহের নিউমার্কেট এলাকার দিকে গেলে দেখা যায়, একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপরদিকে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং মাঝে পুলিশের অবস্থান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমকে দেখা যায় উভয়পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টারত অবস্থায়।...