মিশরে শান্তি বৈঠকে যোগ দিতে গেলেন ট্রাম্প, হামাস বন্দিদের মুক্তি না দিলে ফিলিস্তিনিদের ছাড়া হবে না, কিয়েভের প্রতিরক্ষা বিষয়ে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক- বিশ্বের সব খবর একসাথে এখানে৷ ইসরায়েল জানিয়েছে, হামাস তাদের হাতে বন্দি বাকি সমস্ত ইসরায়েলের বন্দিদের মুক্তি না দিলে তারা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে না। কাতার, অ্যামেরিকাসহ একাধিক দেশের মধ্যস্থতায় মিশরে যেগাজাশান্তি চুক্তির আলোচনা চলছে, সেখানে হামাস এবং ইসরায়েল দুই পক্ষকেই নির্দেশ দেওয়া হয়েছে বন্দি প্রত্যার্পণের। তারই পরিপ্রেক্ষিতে ইসরায়েল তাদের নতুন এই বক্তব্য জানিয়েছে। সোমবারের মধ্যে এই বন্দি প্রত্যার্পণ শেষ করতে হবে বলে শান্তিচুক্তিতে বলা হয়েছে। রোববার রাতে হামাস ইসরায়েলের বন্দিদের মুক্তি দিতে শুরু করেছে। যার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দেশের মানুষ ভাবতেই পারেননি এমন ঘটনাও সত্যি হবে। চোখের জলে মানুষবন্দিদেরদেশে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, হামাস জানিয়েছে, সোমবারের বৈঠকে...