পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ কিনে ফেরার পথে নৌপুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন রাসেল খান।রোববার (১২ অক্টোবর) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি।এর আগে, শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে।নিখোঁজ রাসেল খান (৩৫) উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের ইউসুফ খানের ছেলে।মা ইলিশ রক্ষায় বিমানবাহিনীর হেলিকপ্টার টহলনৌপুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ মৌসুমে ইলিশ কিনে চারজন একটি নৌকায় করে ফিরছিলেন। তেঁতুলিয়া নদী থেকে কালাইয়া ইউনিয়নমুখী আলোকি খালে প্রবেশের সময় নৌপুলিশের টহল দলকে দেখতে পেয়ে আতঙ্কে রাসেল নদীতে ঝাঁপ দেন। এ সময় তার সঙ্গে থাকা দুজন পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যান। পরে নৌপুলিশ মানবিক কারণে একজনকে মাছসহ পেলেও কাউকে আটক করেনি বলে জানিয়েছেন ফাঁড়ির কর্মকর্তারা।স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর পানির স্রোত ও গভীরতার কারণে উদ্ধারকাজ...