এরপর পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত গৃহবধূ তাসলিমার গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে হত্যা করে লাল মিয়া পালিয়েছে। তাকে গ্রেপ্তার করলে হত্যার কারণ জানা যাবে। পুলিশ লাল মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন,...