১৩ অক্টোবর ২০২৫, ০৯:৫১ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৫১ এএম সিলেটের বিশ্বনাথে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্বনাথ পৌর শহরের রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিকাদান প্রদানের মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক সবিনয় দাশ তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন রামসুন্দর সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, মেডিকেল অফিসার মা ও শিশু পরিবার পরিকল্পনা বিভাগের ডা. ফাহিমা আক্তার, রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ। এসময় বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য সুজিত দেব, উপজেলা স্বাস্থ্য...