ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাজধানীর নীলক্ষেত এলাকায় কয়েক ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ ও ডাকসু ভিপি সাদিক কায়েমের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।রোববার (১২ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় এ উত্তেজনা শুরু হয়। এ সময় উভয়পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ঢাকা কলেজের ছাত্রদের সাথে সংঘর্ষ বাঁধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে।যদিও পর্যাপ্ত জনবল না থাকায় ধাওয়া পাল্টা ধাওয়ার শুরুর প্রায় ঘন্টাখানেক অনেকটা নিরব দর্শক ছিল পুলিশ। ততক্ষণে চলে ইট-পাটকেল ছোঁড়াছুঁড়ি আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এমন উত্তেজনার মধ্যে স্থানীয়রা ধাওয়া দিলে পিছু হটে ঢাকা কলেজের ছাত্ররা।এরইমধ্যে বাড়তি ফোর্স এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। পরিবেশ...