ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস গাজার রাজনৈতিক ক্ষমতা ছেড়ে দিতে সিম্মত হয়েছে। যুদ্ধপরবর্তী গাজার শাসনব্যবস্থা ফিলিস্তিনের ঐক্য সরকারের হাতে ছেড়ে দিতে রাজি তারা। তবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্র হবে না বলে জানিয়েছে। এনবিসি নিউজকে এ কথা জানিয়েছেন হামাসের ঊর্ধ্বতন এক রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাইম। তিনি বলেন, আমরা গাজা শাসনক্ষমতা থেকে সরে যেতে এবং গাজার শানপরিচালনা একটি বোর্ড, সরকার বা কমিটির হাতে তুলে দিতে প্রস্তুত। এ ব্যাপারে হামাসের মুখপাত্র লতিফ আর কানোয়া আরব নিউজকে বলেছেন, গাজা প্রশাসন দেখভাল করার জন্য একটি কমিটি প্রতিষ্ঠার প্রস্তাবে হামাসের আপত্তি নেই। শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের পক্ষ থেকে এই বক্তব্য এলো। দলটি স্পষ্ট করেই জানিয়েছে যে, তাদের কাছে গাজার শাসন এখন বন্ধ অধ্যায়।গাজার শাসনব্যবস্থা পরিবর্তনের সময়ে কোনও পর্যায়েই...