রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করবেন আজ। প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচির আয়োজন করেছে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন পরিষদ। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, সরকার ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইন বাস্তবায়নে কোনো নির্দিষ্ট রোডম্যাপ না থাকায় তারা অনিশ্চয়তায় ভুগছেন। তারা জানান, আমরা আর কোনো দেরি চাই না। বিশ্ববিদ্যালয় যে মডেলেই হোক, অংশীজনদের মতামতের ভিত্তিতে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ জারি করতে হবে। আরো পড়ুন :মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে আন্দোলনের এক নেতৃস্থানীয় শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার বলেন, অধ্যাদেশ জারির সুনির্দিষ্ট সময় জানানো না হলে শিক্ষার্থীরা অধ্যাদেশ নিয়েই পড়ার টেবিলে ফিরবে।” সূত্র জানায়, সকাল ৯টা ৩০ মিনিট থেকে সাত কলেজের শিক্ষার্থীরা...