কিশোরগঞ্জের ইটনায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুপক্ষের অন্তত ৩০ জন।রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষ চলে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে রুমান মিয়া (২১) নামে একজন আহত হলে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহত রুমান মিয়া জসিম মেম্বার গোষ্ঠীর জালাল উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই জসিম মেম্বার গোষ্ঠী এবং করিম মিয়ার গোষ্ঠীর লোকজনের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। দুদিন আগে করিম মিয়ার গোষ্ঠীর একজন জসিম মেম্বার গোষ্ঠীর বাড়িতে গরু চুরি করতে এলে স্থানীয়রা তাড়া দিয়ে গরু উদ্ধার করেন। বিষয়টি নিয়ে সালিশ হলেও রোববার সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।প্রবাসীর ছেলেকে দাদা-দাদির কবরের পাশে ঠাঁই দিল না চাচারাস্থানীয় ইউপি চেয়ারম্যান...