গাজা থেকে বাকি জীবিত সকল জিম্মিকে সোমবার (১৩ অক্টােবর) সকালে ফেরত পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। এটি ইসরায়েল ও হামাসের মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। রোববার (১২ অক্টােবর) সরকারি মুখপাত্র শোশ বেদরোসিয়ান বলেন, “আমরা আশা করছি সোমবার সকালে ২০ জন জীবিত জিম্মি একসঙ্গে ফিরবে।” খবর আল জাজিরার। পূর্ববর্তী বন্দি বিনিময়ের মতোই, তাদের প্রথমে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হবে, এরপর গাজায় অবস্থিত ইসরায়েলি সামরিক ঘাঁটিতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা পরীক্ষা সম্পন্ন করা হবে। তারপর তারা পরিবারের সঙ্গে পুনর্মিলনের জন্য ইসরায়েলে যাবে। হামাসের একটি সূত্র আল জাজিরাকে জানায়, বন্দিদের গাজার তিনটি স্থানে সরিয়ে নেওয়া হয়েছে রেড ক্রসের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের আগে। ইসরায়েল নিশ্চিত হওয়ার পর যে সব জিম্মি তাদের ভূখণ্ডে ফিরে এসেছে, তখন তারা প্রায় দুই হাজার...