ফিলিস্তিনের গাজা সিটিতে হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের সংঘর্ষে ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি নিহত হয়েছেন। ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই উপত্যকাটিতে এ সংঘর্ষের ঘটনা ঘটলো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ বছর বয়সি সালেহ আলজাফারাওয়ি গাজা সিটির সাবরা এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে এক সশস্ত্র গোষ্ঠীর গুলিতে নিহত হয়েছেন। তিনি যুদ্ধ চলাকালে ভিডিও প্রতিবেদন করে বেশ পরিচিতি পেয়েছিলেন। আল জাজিরার সানাদ যাচাইকরণ সংস্থা জানিয়েছে, সাংবাদিক ও কর্মীদের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ‘প্রেস’ লেখা বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত সালেহর মরদেহ একটি ট্রাকের পেছনে পড়ে আছে। তিনি রোববার সকাল থেকে নিখোঁজ ছিলেন। আরও পড়ুনআরও পড়ুনগাজায় হামাসের সঙ্গে দুগমুশ গোত্রের সংঘর্ষ, নিহত ২৭ ফিলিস্তিনি সূত্রগুলো জানায়, ওই দিন সাবরা এলাকায়...