আজ থেকে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্ব। প্রথম দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান। জর্ডানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। তবে আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পেতে হলে অর্পিতা-ঋতুপর্ণাদের এই গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে হবে। তাদের প্রতিদ্বন্দ্বী জর্ডান ও চাইনিজ তাইপে। শক্তির দিক থেকে দু-দলই বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। যা বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটুও স্বীকার করেছেন। তিনি বলেন, “গ্রুপের তিন দলই কোয়ালিফাই করতে চায়। তবে আমাদের জন্য চ্যালেঞ্জটা বেশি, কেননা গ্রুপের দুই দলই আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ ও শক্তিশালী।” তিনি আরও বলেন, প্রথম ম্যাচের ফলাফলের ওপর অনেক কিছুই নির্ভর করছে। “জর্ডানের বিপক্ষে ম্যাচটাই আসলে নির্ধারণ করবে আমরা কোয়ালিফাই করতে পারব কি না। তাই আপাতত আমাদের সম্পূর্ণ মনোযোগ এই ম্যাচ ঘিরে। যদিও...