সাবেক স্বামীর সংসারে নতুন অতিথি আসার খবরে হঠাৎ যেন আলোচনার ঝড় উঠেছে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরাকে ঘিরে। আরবাজ খানের সঙ্গে একসময়ের সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদ সবই এখন অতীত। কিন্তু এবার আলোচনায় তিনি এক নতুন কারণে। দ্বিতীয় বিয়ে নিয়ে তার বিস্ফোরক মন্তব্য যেন আলোচনার জন্ম দিয়েছে বলিউডের গসিপ দুনিয়ায়।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, তারকা মেকআপ আর্টিস্ট শুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। চলতি বছরের অক্টোবরে কন্যা সন্তানের জন্ম দেন শুরা। আরবাজের জীবনে এই নতুন আনন্দের খবর আসার পরই তার প্রাক্তন স্ত্রী মালাইকাকে নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন তিনি কি তবে নতুন জীবনে পা বাড়াতে চলেছেন?সম্প্রতি তার একটি ভাইরাল হওয়া রহস্যময় পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে। এটি কি তবে নতুন প্রেমের আগমন, নাকি পুরোনো সম্পর্কের ছায়া?সম্প্রতি ‘ঝলক দিখলা যা ১১’-এর একটি ক্লিপ সোশ্যাল...