বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও গবেষণাভিত্তিক প্রারম্ভিক শিক্ষার বিকাশ, শিশুদের মানসিক ও নৈতিক বিকাশে উদ্ভাবনী পদ্ধতি প্রয়োগ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আর্লি এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট (বেরি)। সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে উদ্বোধনী সেমিনারে প্রতিষ্ঠানটি শিশুশিক্ষার পাশাপাশি শিক্ষক উন্নয়ন, স্বাস্থ্যকর পরিবেশ ও সামাজিক উন্নয়নে গবেষণার ভূমিকা জোরদারের অঙ্গীকার করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটি সদস্য শামীমা আক্তার, সাইফুর রহমান খোকন, রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সানাহ। প্রতিষ্ঠানটি অর্গানাইজেশন ফর ডিজেবলড ইমপ্রুভমেন্ট অ্যান্ড রাইটস (ওডিআইআর) সহপ্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক শাকিল আজাদ মনন বলেন, “প্রারম্ভিক (শিশু) শিক্ষা পদ্ধতি, সিলেবাস ও কারিকুলামকে সময়োপযোগী ও বাস্তবমুখী করা এবং গবেষণাভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমকে সম্প্রসারিত করা আমাদের লক্ষ্য। আমরা অন্তর্ভুক্তি, নৈতিক শিক্ষা ও শিক্ষণ...