২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই (László Krasznahorkai)। ফ্রানৎস কাফকার উত্তরসূরি হিসেবে আখ্যায়িত লাসলো ক্রাসনাহোরকাই মধ্য ইউরোপীয় ঐতিহ্য ও পরম্পরার মহাকাব্যিক লেখক। তার লেখালেখির প্রধান বিষয় হলো সামাজিক-রাজনৈতিক অসংগতি। মানবিক স্খলন ও বীভৎসতাকে তিনি অতিরঞ্জিত করে তোলার মধ্য দিয়ে প্রতিরোধের ভাষা সৃষ্টি করেছেন। এজন্য ডিসটোপিয়ান লেখক হিসেবেও তাকে পাঠ করা হয়। এ প্রসঙ্গে তিনি একটি সাক্ষাৎকারে বলেন, ‘ইতিহাসের ঘূর্ণিতে নিষ্ঠুরতা ফিরে ফিরে আসে। এখন আমরা আবার সেই সময়েই আছি। নিষ্ঠুরতা রাস্তায় প্রকাশ্যে ঘটে চলেছে। এর প্রতিরোধ হিসেবে আমি যা করতে পারি তা হলো লেখা’। ১৯৫৪ সালে হাঙ্গেরির দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর জিউলালে জন্মগ্রহণকারী এই লেখক জার্মানিতে বসবাস করছেন। লেখেন প্রধানত ছোটগল্প ও উপন্যাস। প্রাবন্ধিক হিসেবেও সুখ্যাতি আছে। বেশকিছু ছোটগল্প ও নভেলাসহ পাঁচটি উপন্যাস প্রকাশিত হয়েছে। প্রথম উপন্যাস...