মেক্সিকোতে ২ মৌসুমি ঝড় প্রিসিলা ও রেমন্ডের আঘাত এবং ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৪৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ২৭ জন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। রবিবার (১২ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতির তথ্য অনুযায়ী, ঝড়-বৃষ্টি ও ভূমিধসে মেক্সিকোর ৫ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ। এই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ১৬ জন নিহত হন হিদালাগো রাজ্যে। পুয়েবলা ও কুয়েরেতারো রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে ৯ জন এবং ১ জনের মরদেহ। দুর্যোগ মোকাবিলা দপ্তরের বিবৃতিতে বলা হয়, প্রবল বৃষ্টির জেরে দেশের বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে। ঝড়ো হাওয়ায় অনেক এলাকায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে বাড়িঘরের...