ঢাকার নবাব পরিবারের কিংবদন্তি হীরা ‘দরিয়া-ই-নূর’, যা ‘কোহিনূরের সহোদর’ নামে পরিচিত। ১১৭ বছর পর দামী হীরা ‘দরিয়া-ই-নূর’ উন্মুক্ত হতে যাচ্ছে। তবে শেষ মুহূর্তে সোনালী ব্যাংকের ভল্ট খোলার কার্যক্রম হঠাৎ স্থগিত করায় আবারও অনিশ্চয়তায় পড়েছে এই অমূল্য রত্নটির অবস্থান। সরকারি নথি অনুযায়ী, দরিয়া-ই-নূর বর্তমানে সোনালী ব্যাংকের ভল্টে সংরক্ষিত রয়েছে। কিন্তু এত বছরেও কেউ সরাসরি এই হীরাটি দেখেননি—না ব্যাংক কর্মকর্তারা, না ভূমি সংস্কার বোর্ডের সংশ্লিষ্টরা। ফলে দেশের সবচেয়ে মূল্যবান রত্নটি আদৌ সেখানে আছে কি না, তা নিয়েও প্রশ্ন থেকেই গেছে। ভূমি সংস্কার বোর্ড সূত্রে জানা গেছে, চলতি মাসের ১১ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি সোনালী ব্যাংকের ভল্ট খুলে দরিয়া-ই-নূর উন্মুক্ত করার কথা ছিল। কিন্তু ৯ অক্টোবর হঠাৎ এক চিঠিতে কার্যক্রম স্থগিত করে ভূমি সংস্কার বোর্ড। চিঠিতে বলা হয়,“অনিবার্য...