ইসরায়েল ও হামাস উভয় পক্ষই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধসমাপ্তি পরিকল্পনার প্রথম ধাপ অনুমোদন করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর যে যুদ্ধ শুরু হয়, এই পরিকল্পনার লক্ষ্য তার সমাপ্তি টানা। গাজায় আটক সকল ইসরায়েলি জিম্মি নিরাপদে দেশে ফিরে আসার নিশ্চয়তা পাওয়ার পরই ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। রবিবার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান বলেন, যখনই আমরা নিশ্চিত হব যে মুক্তিপ্রাপ্ত সব জিম্মি ইসরায়েলি সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করেছে, তখনই ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে। তিনি আরও জানান, বন্দিদের বহনের জন্য নির্ধারিত বাসগুলো ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে, এবং জিম্মিদের নিরাপদ প্রত্যাবর্তনের নিশ্চিত সংকেত পেলেই এসব বাস রওনা দেবে। এর আগে যুদ্ধবিরতির সময় ফেরত আসা কিছু জিম্মির...