সম্প্রতি গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, জিএম-সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চেীধুরী ও ন্যাশনাল সেলস ম্যানেজার (রিটেল) মো. জুলহাক হোসাইন এবং এলাকার বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উক্ত সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন ঘোষণা করা হয়। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে দেশের ইলেকট্রনিকস ও হোম অ্যাপল্যায়েন্স পণ্যের গ্রাহকদের চাহিদা বিশ্বস্ততা ও সুনামের সঙ্গে পূরণ করছে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের পণ্য।গ্রি দেশে এয়ারকন্ডিশনার চাহিদার সিংহভাগ সরবরাহের মাধ্যমে শীর্ষ স্থান দখল করে আছে। কনকা ইলেকট্রনিকস ও হোম অ্যাপল্যায়েন্স পণ্যসামগ্রীর চাহিদার বৃহৎ অংশ এবং হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্য দেশের চাহিদার প্রায় ৮-১০ শতাংশ সরবরাহের মাধ্যমে বিশেষ স্থান দখল করে আছে। এ ছাড়া কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিকস ও হোম অ্যাপলায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের...