অনেকেই মনে করেন, অসুস্থ না হলে বা শরীরে কোনো উপসর্গ না থাকলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন,সুস্থ থাকলেও বছরে অন্তত একবার কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো উচিত, যাতে অজান্তেই শরীরে তৈরি হওয়া জটিলতা দ্রুত শনাক্ত করা যায়। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস, কিডনি, লিভার, হার্ট ও ফুসফুসের নানা জটিলতা প্রাথমিক পর্যায়ে ধরা সম্ভব হয়। এতে চিকিৎসা সহজ হয় এবং জীবন ঝুঁকিও অনেক কমে। 🔹কিডনি:Serum Creatinine Test🔹লিভার:Liver Function Test (LFT)🔹হার্ট:Electrocardiogram (ECG)🔹রক্ত:Complete Blood Count (CBC)🔹ফুসফুস:Chest X-ray🔹রক্তের চর্বি:Lipid Profile Test চিকিৎসকদের মতে, এসব পরীক্ষায় যদি কোনো অস্বাভাবিকতা ধরা পড়ে, তা দ্রুত নিয়ন্ত্রণে...