চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় শঙ্কায় স্বর্ণ ব্যবসায়ীরা। ঢাকা মহানগর পুলিশের পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম সাত মাসে ১৫৬৪টি চুরি-ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বর্ণের দোকানের নিরাপত্তায় পুলিশকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে জুয়েলারি সমিতি। গত বুধবার (০৮ অক্টোবর) গভীর রাতে রাজধানীর মৌচাকের ফরচুন শপিংমল থেকে চুরি হয় ৫০০ ভরি স্বর্ণ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই চুরির ঘটনা। দেখা যায় দুজন মুখ ঢেকে আর কালো বোরকা পরে দোকানটি থেকে চুরি করছে স্বর্ণালঙ্কার। এর আগে, গত ৫ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ীর একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পৌনে তিন লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, ডিএমপি এলাকার ৫০টি থানায় বছরের প্রথম সাত মাসেই ডাকাতির মামলা হয়েছে ৭৮টি। আর চুরির মামলা হয়েছে ৩৩৪০টি। বাংলাদেশ জুয়েলারি...