বিশাখাপত্তনমে আগে ব্যাটিং করে ভারত যখন ৩৩০ রানের সংগ্রহ পেল, হয়তো জয় ছাড়া অন্য কোনো ভাবনা মাথায় ছিল না চলমান মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের অন্যতম আয়োজক দলটির। ভাবনা আসবেই বা কীভাবে? বিশ্বকাপ তো দূরের কথা, মেয়েদের ওয়ানডে ইতিহাসেই এত রান তাড়া করে জিততে পারেনি কোনো দল। ১৯৭৩ সালে মেয়েদের ওয়ানডে ক্রিকেট চালুর পর থেকে এখন পর্যন্ত ৩০০ এর রান তাড়া করে জয়ের ঘটনা ঘটেছে একটি। গত বছর পচেফস্ট্রুমে সাউথ আফ্রিকার ৩০১ পেরিয়ে জিতেছিল শ্রীলঙ্কা। আর বিশ্বকাপ বিবেচনায় নিলে, ২০২২ বিশ্বকাপে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ২৭৮ রান তাড়া করে জয়টি রেকর্ড হয়ে আছে। পরিসংখ্যান ভারতকে আশা দেখাচ্ছিল। সে কারণেই হয়তো অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে আগে ব্যাটিং করে ৩৩০ রান তুলে জয়ের ব্যাপারে আশাবাদী ছিল ভারত। কিন্তু মেয়েদের ওয়ানডে ক্রিকেটের ৫২ বছরে ইতিহাসে যা...