উৎসবের মঞ্চ তৈরিই ছিল। এমনকি হেরে গেলেও বাধা কিছু থাকত না অন্য ম্যাচের ফল পক্ষে আসায়। তবে জয় দিয়ে উপলক্ষ রাঙানোর আনন্দের তো আর কিছু হতে পারে না। মোহামেদ কুদুসের গোলে ম্যাচ জিতেই বিশ্বকাপে জায়গা করে নেওয়ার উল্লাসে মেতে উঠল ঘানা। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে ‘আই’ গ্রুপের সেরা হয়ে বিশ্বকাপের যাত্রী ঘানা। গ্রুপের শেষ ম্যাচে ঘরের মাঠে ১-০ গোলে হারায় তারা কমোরোজকে। ম্যাচের ৪৭তম মিনিটে তমাস পার্তে দারুণ এক স্কয়ার পাস দেন প্রতিপক্ষের একজনের দুই পায়ের ফাঁক দিয়ে। সঙ্গে থাকা ডিফেন্ডারকে ছিটকে কাছ থেকে বল জালে জড়ান টটেনহ্যাম হটস্পারের উইঙ্গার কুদুস। ঠাসা গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ বয়ে যায় তখনই। ম্যাচ শেষে তা রূপ নেয় দারুণ উৎসবে। তিন পয়েন্ট এগিয়ে গ্রুপের শীর্ষে থেকে ম্যাচটি শুরু করেছিল ঘানা। দুইয়ে থাকা মাদাগাস্কারের সামনে এ দিন...