১৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৪২ এএম রাজধানীর ফার্মগেট ও রাজাবাজার এলাকায় টানা তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা ককটেল বিস্ফোরণের ঘটনায় এক যুবককে ধাওয়া দিয়ে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। রোববার (১২ অক্টোবর) রাতে ফার্মগেট ও রাজাবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আটক হওয়া যুবক হলেন— আরিফুর রহমান হৃদয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হৃদয় পিরোজপুর জেলা নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার পর ফার্মগেট এলাকায় হঠাৎ বিকট শব্দ হয়। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহী তিনজন দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা রাজাবাজারের ভেতর লুকানোর সময় আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক...