১৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ এএম বরিশালের বাকেরগঞ্জে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির হাওলাদারের নির্মাণাধীন বসতঘরে পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জমাদ্দারের নেতৃত্বে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী নাসির হাওলাদার রোববার (১২ অক্টোবর) সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নাসির হাওলাদার জানান, ২০২২ সালে তিনি মোস্তফা কামালের কাছ থেকে জেএল নং ৪৩, রঙ্গশ্রী মৌজার ১৮৫ ও ১৮৬ নং খতিয়ানভুক্ত ২৫৪–২৬৬ নং দাগে মোট ৪ শতাংশ জমি ক্রয় করে সেখানে গাছপালা রোপণ করে ভোগদখল করছেন। একই খতিয়ানে মুন্নি আক্তার ও লিপি আক্তারও বসির উদ্দিন সিকদারের কাছ থেকে ৩.৫০ শতাংশ জমি ক্রয় করে দখলে রয়েছেন। তিনি আরও জানান, ৯ অক্টোবর (বৃহস্পতিবার)...