১৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ১০:০০ এএম ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত বন্ধ ও অঞ্চলটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজ সোমবার মিশরের শারম আল শেখে বসেছে বহুল আলোচিত ‘শান্তি সম্মেলন’। এই বৈঠকে অংশ নিচ্ছেন বিশ্বের ২০টির বেশি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা। সম্মেলনের সভাপতিত্ব করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। সম্মেলনের মূল উদ্দেশ্য হলো ট্রাম্পের শান্তি পরিকল্পনা এবং হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করা। ধারণা করা হচ্ছে, এই বৈঠকের সময়ই ট্রাম্প নিজ পরিকল্পনার ওপর চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। আলোচনা ও চুক্তি স্বাক্ষরিত হলে গাজা অঞ্চলে সহিংসতা কমানো এবং মানবিক পরিস্থিতি উন্নয়নে সহায়তা মিলবে। বর্তমানে সম্মেলনে অংশগ্রহণ করতে মিশরে পৌঁছেছেন বেশ কিছু আন্তর্জাতিক নেতা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, তুরস্কের...