রোমে ইফাদ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তায় একটি ‘সামাজিক ব্যবসা তহবিল’ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (১৩ অক্টোবর) সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, স্থানীয় সময় রোববার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের পার্শ্ববৈঠকে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে সাক্ষাতে তিনি এই প্রস্তাব দেন। অধ্যাপক ইউনূস বলেন, আমি আপনাদের একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানাচ্ছি, যা দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা, তরুণ উদ্যোক্তা, নারী, কৃষক ও মৎস্যখাতের কর্মীদের সহায়তায় নতুন সুযোগ সৃষ্টি করবে এবং সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা ইফাদ প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কৃষি, প্রযুক্তি ও সামাজিক ব্যবসায় সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো খতিয়ে দেখতে একটি প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ করেন। ইফাদ...