১৩ অক্টোবর ২০২৫, ০৯:০৬ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:০৬ এএম কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রুমান মিয়া (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুমান মিয়া। তিনি ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গজারিয়া গ্রামের জসিম মেম্বার ও করিম মিয়ার গোষ্ঠীর লোকজনের মধ্যে রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এ সময় জসিম মেম্বার গোষ্ঠীর রুমান...