*এক সপ্তাহে মূলধন কমল ১০ হাজার কোটি টাকা *অনিশ্চয়তায় আস্থার সংকট বাড়ছে *তিন মাস আগের অবস্থানে ডিএসইর সূচক দেশের পুঁজিবাজারে পতনের ঝড় থামেনি। আস্থাহীনতাও চরমে।১৪ মাস ধরে এক দিন সূচক বাড়ে তো তিন দিনই পতন। বলতে গেলে বাজারটি একেবারেই সরকারের মনোযোগের বাইরে। দীর্ঘদিনের জঞ্জাল সরিয়ে একটি স্থিতিশীল ও আস্থার বাজারে পরিণত করার আন্তরিক প্রচেষ্টা অর্থ মন্ত্রণালয়ের মধ্যে দেখা যায়নি। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচকের বড় বড় পতনের রেকর্ড করেই যাচ্ছে। গতকালও সূচকের ‘কফিনে আরেকটি পেড়েক’ বসল। এদিন সূচকের পতন হয়েছে ৮১ পয়েন্ট। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস বাজারে দরপতন ঘটল। বিনিয়োগকারীদের মতে, সংকটের মূল কারণ হলো দুর্বল ও তারল্য সংকটে ভোগা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত এবং ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধের প্রক্রিয়া।...