জাহিদ মালেক। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ১০ বছর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ছিলেন প্রতিমন্ত্রী আর ২০১৮ থেকে ২০২৪ এর নির্বাচনের আগ পর্যন্ত ছিলেন পূর্ণ মন্ত্রী। ১০ বছরে স্বাস্থ্য মন্ত্রণালয় চেটেপুটে খেয়েছেন। যে মন্ত্রণালয়ের কাজ হলো জনগণের স্বাস্থ্যসেবা প্রদান, জাহিদ মালেকের কারণে সেই মন্ত্রণালয়ই অসুস্থ হয়ে যায়। সীমাহীন দুর্নীতি করে স্বাস্থ্য খাতকেই আইসিইউতে পাঠিয়ে দেন জাহিদ মালেক। বিশেষ করে, পূর্ণ মন্ত্রী হওয়ার পর তার দুর্নীতি, লুটপাট সব রেকর্ড ছাড়িয়ে যায়। গত ৭ মে প্রকাশিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশন প্রতিবেদনে বলা হয়েছে, কভিড-১৯ মহামারি চলাকালে কিছু হাসপাতালে প্রতিরক্ষামূলক সরঞ্জামের দাম ৩০০ শতাংশ পর্যন্ত বেড়েছিল। জাহিদ মালেকের নেতৃত্বে স্বাস্থ্য খাতে অপ্রয়োজনীয় ও নিম্নমানের স্থাপনা তৈরি করে লুটপাট করা হয়েছে। নতুন ভবন নির্মাণেও ব্যয় করা হয়েছে অনেক বেশি। মন্ত্রণালয়...