নিজস্ব প্রতিবেদক : ঢাকার জুরাইন এলাকার বাসিন্দা ইব্রাহিম তার স্ত্রী রুবিনা বেগম এবং বাবা নূর হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, বিদেশ থেকে ফেরার পর তিনি দেখতে পান তার বাবা এবং স্ত্রীর মধ্যে "অসামাজিক কার্যকলাপ" চলছে। ইব্রাহিম জানান, তিনি ২০০৮ সালে রুবিনা বেগমকে বিয়ে করেন এবং তাদের ১৮ বছরের শান্তিপূর্ণ সংসার ছিল। তাদের তিন সন্তান রয়েছে। পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য, ইব্রাহিম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরবে একটি পোল্ট্রি কোম্পানিতে ড্রাইভিংয়ের কাজ নিয়ে যান। সেখানে ১৫ মাস কাজ করার পর চলতি বছরের এপ্রিলে তিনি দেশে ফেরেন। দেশে ফিরে আসার কিছুদিন পর, ইব্রাহিম তার স্ত্রীর আচরণে পরিবর্তন লক্ষ্য করেন। একপর্যায়ে চলতি বছরের ১১ এপ্রিল সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে তিনি তার স্ত্রী রুবিনা বেগম এবং বাবা নূর হোসেনকে আপত্তিকর...