গাজায় যুদ্ধ শেষ হয়েছে এবং মধ্যপ্রাচ্য এখন স্বাভাবিক হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১২ অক্টোবর) ইসরায়েলে তার সফর শুরুর আগে এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য অপেক্ষা করছেন তিনি, অন্যদিকে বিশ্ব নেতারা শান্তির দিকে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য মিশরে জড়ো হচ্ছেন।ওয়াশিংটন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ফ্লাইট শুরু করার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন, ‘যুদ্ধ শেষ হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। আমি মনে করি এটি স্বাভাবিক হতে চলেছে।’এক টেলিভিশন বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের আগমনের বিষয়ে বলেন, ‘আগামীকাল একটি নতুন পথের সূচনা হবে। এটি নির্মাণের পথ, নিরাময়ের পথ, এবং হৃদয়কে একত্রিত করার পথ বলে আমি মনে করি।’ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং ইসরায়েলের সংসদে ট্রাম্পের নির্ধারিত ভাষণের...