১৩ অক্টোবর ২০২৫, ০৯:২৬ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:২৬ এএম ফিলিস্তিনের গাজা নগরীতে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ। তবে এবার তা ইসরায়েলি বাহিনীর সঙ্গে নয়—হামাসের নিরাপত্তা বাহিনী ও গাজার প্রভাবশালী দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে। জর্ডানিয়ান হাসপাতালের কাছাকাছি এলাকায় সংঘর্ষে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষ মূলত দক্ষিণ গাজা নগরীতে সংঘটিত হয়। স্থানীয় সময় সন্ধ্যার দিকে হামাসের নিরাপত্তা বাহিনী দুগমুশ গোত্রের কয়েকজন সশস্ত্র সদস্যকে গ্রেফতারের চেষ্টা করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের কারণ হিসেবে বলা হচ্ছে, দুগমুশ যোদ্ধারা হামাসের দুই সদস্যকে হত্যা করেছিল—এর প্রতিশোধ নিতেই হামাস অভিযানে নামে। ফলস্বরূপ গাজা নগরীর জনবহুল এলাকায় ভয়াবহ বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়ে। গাজায় হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা...