অর্থনীতির খরা যেন কাটছেই না। টানা তিন বছর সংকটে জর্জরিত বাংলাদেশের অর্থনীতির অবস্থা এখন আরও নাজুক।দুর্দশাগ্রস্ত অর্থনীতি যেন নতুন মাত্রা পেয়েছে দেশিবিদেশি বিনিয়োগ খরায়। বিদেশি বিনিয়োগকারীরা আপাতত পর্যবেক্ষকের ভূমিকায়। আর দেশি উদ্যোক্তারাও নতুন প্রকল্পে হাত দিতে সাহস পাচ্ছেন না, ঝুঁকি নিচ্ছেন না। এরই মধ্যে অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। বহু শ্রমিক হয়েছেন বেকার। যেসব শিল্প টিকে আছে, সেগুলোও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এর সঙ্গে ব্যবসায়ীদের বাড়তি দুশ্চিন্তা হচ্ছে, এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণ-পরবর্তী প্রতিযোগিতার। তাদের শঙ্কা, তখন শুল্ক সুবিধা হারালে অনেক খাতই প্রতিযোগিতার সক্ষমতা হারাবে। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি নিরুৎসাহিত করছে। অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিলেও সেগুলোর বাস্তব প্রভাব এখনো দেখা যায়নি। বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগের জন্য ব্যবসায়ীরা কোনো আস্থা পাচ্ছেন না। পরিস্থিতি স্থিতিশীল হওয়ার অপেক্ষা করছেন...