১৩ অক্টোবর ২০২৫, ০৯:৪১ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৪১ এএম গাজা যুদ্ধের অবসান হয়েছে, এখন মধ্যপ্রাচ্য স্বাভাবিক হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১২ অক্টোবর) রাতে ইসরায়েলের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করার সময় এয়ার ফোর্স ওয়ানে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ যে শেষ হয়েছে, আপনারাই দেখতে পারছেন। মধ্যপ্রাচ্য সফরে সোমবার প্রথমে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প। তারপর মিশরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। গত শুক্রবার স্থানীয় সময় দুপুর থেকে গাজায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। মিশর সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে আয়োজিত সম্মেলনের লক্ষ্য হলো গাজায় সংঘাত শেষ করা। এর...