নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে পতনের ধারাবাহিকতা যেন থামছেই না। বিনিয়োগকারীদের আস্থার সংকট চরমে পৌঁছেছে। টানা ১৪ মাস ধরে দেখা যাচ্ছে—এক দিন সূচক বাড়লেও পরের তিন দিনই পতন হচ্ছে। এই পরিস্থিতিতে বাজার কার্যত সরকারের মনোযোগের বাইরে পড়ে আছে বলে অভিযোগ বাজারসংশ্লিষ্টদের। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে কোনো কার্যকর উদ্যোগ না থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) একের পর এক বড় দরপতনের রেকর্ড গড়ছে। গতকাল সূচক কমেছে ৮১ পয়েন্ট, যা বাজারের ভঙ্গুর অবস্থাকে আরও স্পষ্ট করেছে। এর ফলে টানা পাঁচ কার্যদিবস ধরে দরপতন অব্যাহত থাকল। বিনিয়োগকারীরা বলছেন, মূল সংকটের উৎপত্তি হয়েছে দুর্বল আর্থিক ভিত্তির পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত এবং ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ থেকে। এতে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে...